সারা বাংলা

কুষ্টিয়ায় আদালত স্থানান্তরের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফৌজদারি আদালত স্থানান্তরের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দৌলতপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, দৌলতপুর দেওয়ানি আদালতের পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম, দৌলতপুর ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আব্দুল কাদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

 

সমাবেশে বক্তারা বলেন, জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী যেসব উপজেলা রয়েছে তার মধ্যে দৌলতপুর অন্যতম। ২০১২ সালে দেওয়ানি ও ফৌজদারি আদালত দৌলতপুর স্থানান্তরের নির্দেশ দেন হাইকোর্ট। সেসময় দেওয়ানি আদালত দৌলতপুরে স্থানান্তর হয়ে তার কার্যক্রমও শুরু করে। কিন্তু ফৌজদারি আদালত হাইকোর্টের সে নির্দেশ অমান্য করে এখনো কুষ্টিয়া জেলা শহরেই তার কার্যক্রম চালিয়ে আসছে।

 

যে কারণে দৌলতপুরের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ আদালতের প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

 

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

   

রাইজিংবিডি/কুষ্টিয়া/২১ নভেম্বর ২০১৬/কাঞ্চন কুমার/রিশিত