সারা বাংলা

মুক্তিপণ দাবিতে ২০ জেলেকে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে মুক্তিপণ দাবিতে ৭টি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যু জাহাঙ্গীর বাহিনী।

 

বুধবার ভোরে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরার বোয়াইল ও চুকনগর এলাকায়।

 

জেলে-মহাজন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় বুধবার ভোরে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ৭টি মাছ ধরার ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

 

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্টগার্ড।

     

রাইজিংবিডি/বাগেরহাট/৩০ নভেম্বর ২০১৬/আলী আকবর টুটুল/উজ্জল