সারা বাংলা

বাল্যবিবাহের আয়োজন করায় বর-কনের বাবার কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আজ শুক্রবার বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহরপুর ইউনিয়নের সমসপুর গ্রামের খলিল সেখের মেয়ে আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের বহরপুর গ্রামের হালিম মোল্যার ছেলে আমিরুল মোল্যার (২০) বিয়ের আয়োজন করা হয়।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেয়ের বাবা খলিল সেখ ও বরের বাবা হালিম মোল্যা আটক করেন।

 

তাদেরকে বাল্যবিবাহ নিরোধ আইনে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

   

রাইজিংবিডি/রাজবাড়ী/২ ডিসেম্বর ২০১৬/সোহেল মিয়া/রিশিত