সারা বাংলা

ময়মনসিংহে হলি হোম হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : নানা অনিয়ম ও অভিযোগের কারণে ময়মনসিংহের মাসকান্দা এলাকার হলি হোম নামে বেসরকারি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।

 

তিনি জানান, চিকিৎসক ও নার্স ছাড়াই হলি হোম নামে হাসপাতালটি চালানো হচ্ছে। এ ছাড়া হাসপাতালে অভিযানে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ পাঁচ শতাধিক ইনজেকশন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহৃত সুই সিরিঞ্জ এবং অপারেশন থিয়েটারে অ্যানেসথেসিয়া ইনজেকশন অর্ধেকটা ব্যবহার করে বাকি অংশ পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছে।

 

হাসপাতলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের এসব অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

   

রাইজিংবিডি/ময়মনসিংহ/৪ ডিসেম্বর ২০১৬/শেখ মহিউদ্দিন/রিশিত