সারা বাংলা

‘যুবলীগ কর্মীদের হত্যার রহস্য উদ্ঘাটন না হলে উত্তরাঞ্চল অচল’

নাটোর প্রতিনিধি : নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, তিন দিনের মধ্যে নাটোরের তিন যুবলীগ কর্মী হত্যার রহস্য উদ্ঘাটন না হলে নাটোরসহ উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে।

 

সোমবার দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত তিন পৌর যুবলীগ কর্মীর জানাজা পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

দিনাজপুরে ময়না তদন্তের পর নিহত যুবলীগ কর্মী রেদওয়ান সাব্বির, আব্দুল্লাহ এবং সোহেলের মৃতদেহ সোমবার মধ্যরাতে নাটোরে এসে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়ে পরিবার, স্বজন ও এলাকাবাসী। তবে দলের পক্ষ থেকে এখনো কর্মসূচি নেওয়া হয়নি।

 

মঙ্গলবার সকাল ১০টায় নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে সাব্বির ও আব্দুল্লাহর জানাজা শেষে গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। অপরদিকে, বেলা ১১ টায় শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় সোহেল আহমেদের জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। গত শনিবার রাতে মাইক্রোবাসে করে নাটোর শহরতলীর তকিয়া বাজার থেকে তিন যুবলীগ কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

 

নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব জানান, দলের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকেও মামলা হয়নি।

   

রাইজিংবিডি/নাটোর/৬ ডিসেম্বর ২০১৬/এম এম আরিফুল ইসলাম/বকুল