সারা বাংলা

বঙ্গোপসাগরে ১৪ জলদস্যু আটক

পটুয়াখালী প্রতিনিধি : কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৪ জলদস্যুকে আটক করেছেন নৌ বাহিনীর সদস্যরা।

 

এ সময় জলদস্যুদের কাছ থেকে জিম্মিকৃত চার জেলেকে উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার দুপুর ১টার দিকে আটককৃতদের মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন নৌ বাহিনীর সদস্যরা।

 

এর আগে সোমবার দিবাগত রাতে সমুদ্রে মাছধরা ট্রলার থেকে তাদের আটক এবং জেলেদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন আবুল কালাম মাঝী (৫০), ফুল মিয়া (৫০), সেলিম (৪৯) ও রুস্তুম (৬০)। এদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

 

অভিযানে ব্যবহৃত জাহাজ ‘বিএসএস শহীদ মহিবুল্লাহর’ সাব লেফটেন্যান্ট মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলদস্যুরা ওই রাতে সাতটি মাছধরা জাহাজে ডাকাতি করে। ঘটনা বুঝতে পেরে নৌবাহিনীর সদস্যরা তাদের অনুসরণ করে এবং পরবর্তীতে তাদের আটক করে।

 

মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

রাইজিংবিডি/পটুয়াখালী/ ৬ ডিসেম্বর ২০১৬/বিলাস দাস/সুজন/রুহুল