সারা বাংলা

নাটোরে ৪ পুলিশ সদস্য বরখাস্ত

নাটোর প্রতিনিধি : পুলিশের কাছ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে নাটোর জেলা পুলিশ।

 

বহিষ্কৃত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এহতেসাম, কনস্টেবল রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মিজানুর রহমান।

 

বুধবার ভোরে নাটোর থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার পথে সাভার আমিন বাজার এলাকায় বাস থেকে লাফিয়ে ওই আসামি পালিয়ে যায়।

 

তার নাম শামিম হোসেন (২৩)। সে হত্যা মামলার আসামি। শামিম নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

 

নাটোর জেলা কারাগারের জেল সুপার ফারুক হোসেন জানান, মঙ্গলবার রাতে আসামিকে হানিফ পরিবহনের বাসে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার সময় সে ডান্ডাবেড়ি খুলে বাস থেকে লাফিয়ে অন্য একটি বাসে চড়ে পালিয়ে যায়।

 

নাটোরের পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার বলেন, ঘটনাটি জানতে পেরে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে ঘটনাটি জানতে পেরে সাভার মডেল থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

   

রাইজিংবিডি/নাটোর/৮ ডিসেম্বর ২০১৬/এমএম আরিফুল ইসলাম/সুজন/রুহুল