সারা বাংলা

‘২০৪১ সালের আগেই দেশ উন্নত হবে’

ঝালকাঠী প্রতিনিধি : উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ ২০৪১ সালের অনেক আগেই উন্নত দেশে পরিণত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

 

তিনি বলেন, ‘দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ২০১৮ সালে আমরা মধ্যম আয়ের দেশে পদার্পণ করব। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের ১০ বছর আগেই উন্নত দেশে পরিণত হব।’

 

ঝালকাঠীর নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে মৎস্যজীবী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

 

আমির হোসেন আমু বলেন, মাছের চাষ যেমন বাড়াতে হবে, তেমনি মাছ সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই জাটকা নিধন করা যাবে না। যারা আইন মানবে না, তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ব্যাপারে ছাড় দেওয়া হবে না।

 

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

   

রাইজিংবিডি/ঝালকাঠী/৮ ডিসেম্বর ২০১৬/অলোক সাহা/বকুল