সারা বাংলা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন মন্ডল (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা সদরের নুনিয়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

লিমন স্থানীয় পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। সে উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

 

লিমন বাবা-মার সঙ্গে শহরের নুনিয়াগাড়ী গ্রামে আব্দুল মতিন মন্ডলের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।

 

স্থানীয়রা জানায়, সকালে মতিন মন্ডল বাড়ির পাশে একটি সুপারির গাছ কাটছিলেন। গাছটি কাটার পরেও মাটিতে না পড়ায় তিনি লিমনকে গাছটিতে ধাক্কা দিতে বলেন। এ সময় গাছটি রাস্তার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে পড়ে বিদ্যুতায়িত হলে গুরুতর আহত হয় লিমন। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মজিবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

   

রাইজিংবিডি/গাইবান্ধা/১০ ডিসেম্বর ২০১৬/মোমেনুর রশিদ সাগর/রুহুল