সারা বাংলা

রোহিঙ্গা বোঝাই ১৩টি নৌকা ফেরত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ১৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রোববার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

 

বিজিবির টেকনাফ-২-নম্বর ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে ১৩টি নৌকায় করে রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

     

রাইজিংবিডি/কক্সবাজার/১১ ডিসেম্বর ২০১৬/সুজাউদ্দিন রুবেল/উজ্জল