সারা বাংলা

দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গারো সম্প্রদায়ের দিনব্যাপী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’  শুরু হয়েছে।

 

রোববার দুপুরে দুর্গাপুর পৌর শহরের উতরাইল বাজারে গারো ব্যাপটিস্ট কনভেনশন (জিবিসি) মাঠে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

 

নেত্রকোনা জেলা প্রশাসক ও বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সভাপতি ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ছবি বিশ্বাস,  সংসদ সদস্য জুয়েল আরেং, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, সংস্কৃতিমন্ত্রীর সহধর্মিনী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরিন আক্তার প্রমুখ।

 

‘বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির’ গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা বলেন, ওয়ানগালা গারোদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এ উৎসবে বিভিন্ন এলাকায় বসবাসরত গারো সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে তাদের উৎপাদিত পণ্য সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করে ফসল প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     

রাইজিংবিডি/নেত্রকোনা/১১ ডিসেম্বর ২০১৬/ইকবল/উজ্জল