সারা বাংলা

চেম্বার অব কমার্সের দুপক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা চেম্বার অব কমার্সের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দফায়-দফায় সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধ সৃষ্টি করায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, গাইবান্ধা চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আনোয়ারুল কবির ও প্রাক্তন সভাপতি আবুল খায়ের মোরছালিন পারভেজের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এ নিয়ে আজ দুপুরে সাধারণ সভা চলাকালীন সময়ে দুজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ের তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

পরে বিকেল ৫টার দিকে উভয়পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহরের ডিবি রোডস্থ শ্যামলী কাউন্টার ভাঙচুর করা হয়।

 

সংঘর্ষে শ্যামলী কাউন্টারের পরিচালক ও চেম্বার সদস্য মোক্তাদির রহমান মিঠু, সুমন, রায়হান, শফিউল, মিন্টু, আশরাফুলসহ আটজন আহত হন।

 

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সুমন ও  রায়হানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এদিকে শহরের বাস টার্মিনাল এলাকার রাস্তায় ট্রাক দিয়ে অবরোধ সৃষ্টি করেছে ট্রাক মালিক সমিতির লোকজন। ফলে বিকেল সাড়ে ৫ টা থেকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

   

রাইজিংবিডি/গাইবান্ধা/ ১৩ ডিসেম্বর ২০১৬ /মোমেনুর রশিদ সাগর/রুহুল