সারা বাংলা

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, রোববার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে এর তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে সাতটি ফেরি আটকে পড়ে। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

 

এদিকে দীর্ঘ  সময় ফেরি চলাচল  বন্ধ থাকায় ঘাটের উভয় প্রান্তে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

   

রাইজিংবিডি/মানিকগঞ্জ/২ জানুয়ারি ২০১৭/লিটন/উজ্জল