সারা বাংলা

ছয় ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধা থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে।

 

শুক্রবার রাত ৩ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ফেরিঘাটের দুই পাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে।

 

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি পদ্মা নদীর মধ্যে বিভিন্ন পয়েন্টে যানবহন ও যাত্রী নিয়ে নোঙড় করে রাখা হয়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, শুক্রবার রাত ৩টা থেকে ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা  ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল ৯ টার দিকে চালু হয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল বিভিন্ন ধরনের সাড়ে তিন শতাধিক যানবাহন।

   

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/৬ জানুয়ারি ২০১৭/শেখ মো. রতন/বকুল/ইভা