সারা বাংলা

৮ ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে শনিবার সকাল ১০টার দিক ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ২টার দিকে প্রচণ্ড কুয়াশা পড়লে সিগন্যাল বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

   

রাইজিংবিডি/মাদারীপুর/৭ জানুয়ারি ২০১৭/বেলাল/উজ্জল