সারা বাংলা

সাঁওতাল দ্বিজেন টুডুর জামিন

গাইবান্ধা প্রতিনিধি : পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দ্বিজেন টুডুর (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ) বিচারক এস এম তাসকিনুল হক তার জামিন মঞ্জুর করেন। দ্বিজেন টুডুর আইনজীবী আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশ দ্বিজেন টুডুকে গ্রেপ্তার করে। এরপর পুলিশি হেফাজতে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সুস্থ হলে পুলিশ তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীরা পুলিশ পাহারায় আখ কাটতে যায়। এ সময় তাদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে সাঁওতালদের ছোড়া তীরবিদ্ধ হয়ে ৯ পুলিশ আহত হয়। রাইজিংবিডি/গাইবান্ধা/১০ জানুয়ারি ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত