সারা বাংলা

মাগুরার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি : মাগুরার মম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘৌড় দৌড় প্রতিযোগিতা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১০০ বছর ধরে  বাংলা পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা বসে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এখন এ এলাকায় চলছে উৎসবের আমেজ। মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা। বিভিন্ন এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। এবারের ঘৌড় দৌড় প্রতিযোগিতায় ১৫টি ঘোড়া অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় লাহুড়িয়ার আলমগীর  হোসেনের ঘোড়া  প্রথম, রাজাপুরের ইলিয়াস মিয়ার ঘোড়া দ্বিতীয় ও পলাশবাড়িয়ার আজিজুর রহমানের ঘোড়া তৃতীয় হয়। মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রাইজিংবিডি/মাগুরা/১১ জানুয়ারি ২০১৭/আনোয়ার হোসেন শাহীন/রিশিত