সারা বাংলা

বাহুবলে ক্লাবের অফিসে আগুন, ক্ষয়ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে ‘সমাজ বিনির্মাণ সংস্থা’ নামের একটি ক্লাবের অফিস পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ক্লাবের সদস্যরা জানান, ক্লাবের পাশের বাড়ির এরশাদ মিয়া রাত আড়াইটার দিকে বাইরে এসে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও ঘরে থাকা টিভি, চেয়ার টেবিল, মূল্যবান কাগজপত্রসহ ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপুকর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ক্লাবের সভাপতি মো. ওয়াহিদ মিয়া জানান, ক্লাবের জমি দখল করার জন্য দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তারা চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  বাহুবল মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ক্লাবের জমি নিয়ে বিরোধের বিষয়টি পূর্বে থেকে তার জানা। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তপূর্বক দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/হবিগঞ্জ/১১ জানুয়ারি ২০১৭/মো. মামুন চৌধুরী/বকুল