সারা বাংলা

নিরাপদে টেকনাফে ফিরল দেড় সহস্রাধিক পর্যটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের ডুবোচরে ৩ ঘণ্টা আটকে থাকার পর অন্তত দেড় সহস্রাধিক যাত্রী নিয়ে টেকনাফ ফিরেছে পর্যটকবাহী তিনটি জাহাজ। আটকে পড়া পর্যটকবাহী জাহাজগুলো হলো কেয়ারী সিন্দাবাদ, বেক্রুজ ও এলসিটি কুতুবদিয়া। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরে এ ঘটনা ঘটে। পরে জোয়ার আসলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজ ৩টি পর্যটকদের নিয়ে টেকনাফের জেটিঘাটে পৌঁছায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর আহমদ জানান, শনিবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট থেকে পর্যটকবাহী ৩টি জাহাজে করে অন্তত দেড় সহস্রাধিক পর্যটক নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা দেয়। জাহাজগুলো সাগরের প্রায় ৩ কিলোমিটার দূরে আসার পর ডুবোচরে আটকা পড়ে। বিষয়টি স্থানীয় কোস্ট গার্ড ও প্রশাসনকে অবহিত করা হয়। তিনি জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত পর্যটকবাহী জাহাজগুলো ডুবোচরে আটকে ছিল। সাগরে ভাটার টান থাকায় পানি কম ছিল। ফলে জাহাজগুলো ডুবোচরে আটকে পড়ে। তবে পর্যটকরা জাহাজে নিরাপদে ছিলেন। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জোয়ার আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজ ৩টি নিরাপদে টেকনাফ জেটিঘাটে পৌঁছায়। রাইজিংবিডি/কক্সবাজার/১৪ জানুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত