সারা বাংলা

বরিশালে ৬ ইটভাটা থেকে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ছয়টি ইটভাটা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরিজ জরিমানা আদায়ের নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া ইট তৈরি করায় ছয় ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে।   ইটভাটাগুলো হলো- মেসার্স রাজা ব্রিকস-১, মেসার্স রাজা ব্রিকস, মেসার্স গঙ্গা ব্রিকস, মেসার্স রূপসা ব্রিকস, মেসার্স এস বাটা ব্রিকস ও মেসার্স এইচ বাটা ব্রিকস। রাইজিংবিডি/বরিশাল/১৭ জানুয়ারি ২০১৭/জে. খান স্বপন/বকুল