সারা বাংলা

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে পিস্তল উঁচিয়ে  কর্মকর্তাদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা হাজী ইলিয়াছকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন জামিন বাতিল করে ইলিয়াছকে কারাগারে পাঠানোর  আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী আবুল হাশেম বলেন, টেন্ডার না পেয়ে নগর আওয়ামী লীগ নেতা হাজী ইলিয়াছ গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের মেরিন ওয়ার্কশপে গিয়ে পিস্তল উঁচিয়ে মেরিন ওয়ার্কশপের ডেপুটি ইঞ্জিনিয়ার এমদাদুল হক ও নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিনের ওপর হামলা চালায়। এ ঘটনায় হাজী ইলিয়াছের বিরুদ্ধে মামলা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৬ জানুয়ারি ইলিয়াছ আদালতে গিয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে ৩ দিনের জামিন দেন। বুধবার নির্ধারিত দিনে হাজী ইলিয়াছ আদালতে হাজির হলে বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ইলিয়াছের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

   

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ জানুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল