সারা বাংলা

প্রতারণার দায়ে জেলা তথ্য অফিসের চালককে কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা তথ্য অফিসের গাড়ির চালক মো. কামরুজ্জামানকে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ রমনী রঞ্জন চাকমা এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার আউরা গ্রামের মো. আব্দুস সালামের কাছ থেকে তার শ্যালককে চাকরি দেওয়ার কথা বলে দুই লাখ টাকা নেন গাড়ি চালক কামরুজ্জামান। এ ঘটনায় তিনি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রমনী রঞ্জন চাকমা এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা দেন। এ সময় আসামি কামরুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। মো. কামরুজ্জামানের নামে অর্থ আত্মসাতের একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। রাইজিংবিডি/ঝালকাঠি/১৯ জানুয়ারি ২০১৭/অলোক সাহা/বকুল