সারা বাংলা

মানিকগঞ্জে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখল ৩১ দেশের প্রতিনিধিদল

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে একটি বাড়ি একটি খামারসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেছেন ৩১টি দেশের প্রতিনিধিদল। শনিবার দুপুরে সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামে আফগান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই প্রতিনিধিদল প্রথমে একটি বাড়ি একটি খামার প্রকল্প সম্পর্কে ধারণা নেন। এ সময় তারা সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। পরে একই গ্রামে পানি ব্যবস্থাপনা, বায়োগ্যাস প্লান্ট এবং একটি কোয়েল পাখির খামার ঘুরে দেখেন তারা। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়, সংস্থার চেয়ারপারসন ওমাদুথ জাদু, মহাসচিব ইঞ্জিনিয়ার ওয়াসফি হাসান-ইল স্রেইহিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক আকবর হোসেনসহ ৩১ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/মানিকগঞ্জ/২১ জানুয়ারি ২০১৭/আশরাফুল আলম লিটন/উজ্জল/ এএন