সারা বাংলা

বেনাপোলে বন্ধ আছে আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, যশোর : বেনাপোল বন্দরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমস পুরাতন ভবন থেকে নতুন ভবনে শুরু করায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা। শনিবার সকাল থেকে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়। এতে করে দুদেশের মধ্যে সকল আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, নতুন আইসিপি চেকপোস্ট চালু করা হলেও শুল্কায়ন কার্যক্রম পুরাতন কাস্টম হাউস থেকে হয়ে আসছিল। রপ্তানি কার্যক্রমও হতো পুরাতন পার্কিং থেকে। কিন্তু শনিবার থেকে পেট্রাপোল কাস্টম কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পুরাতন ভবন থেকে নতুন ভবনে শুরু করে। পুরাতন পার্কিং থেকে নতুন পার্কিংয়ের দূরত্ব প্রায় এক কিলোমিটার। রপ্তানির স্থান থেকে কাস্টমস হাউসের দূরত্ব অনেক বেশী হওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়েছে। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা (সুপার) আব্দুস ছামাদ জানান, ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টস ও কাস্টমসের মধ্যে জটিলতা সৃষ্টি হওয়ায় শনিবার থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রাইজিংবিডি/যশোর/২১ জানুয়ারি ২০১৭/বি এম ফারুক/রুহুল