সারা বাংলা

সুন্দরবনের জলদস্যু শামসু বাহিনীর পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবনের জলদস্যু শামসু বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-৬, খুলনার লবণচরার সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে র‌্যাব সদস্যরা খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাটের পূর্ব দিকে নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ (সিপিসি-১) এর একটি দল রোববার রাত সাড়ে ১১টার দিকে দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাটের পূর্ব দিকে নদীর পাড়ে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু শামসু  বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে- মোতাহের হোসেন মোতা (৩৫), রায়ফুল ইসলাম রাজু (২৪), এনায়েত হোসেন এনায়েত (২৬), মিজানুর রহমান মিজান (৩৭) ও আনোয়ার শেখ আনোয়ার (৬০)। এ সময় তিনটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, একটি দেশীয় গাদা বন্দুক এবং ২৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে। রাইজিংবিডি/খুলনা/২৩ জানুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত