সারা বাংলা

ভোলায় দায়িত্ব নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানসহ সদস্যরা

ভোলা প্রতিনিধি : উন্নয়নের অগ্রযাত্রা বেগবান করার লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন  ভোলা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। বুধবার দুপুরে প্রথম সভার মাধ্যমে এই  দায়িত্ব গ্রহণ করেন তারা। পরে জেলা পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান  আব্দুল মমিন টুলু সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ কার্যালয়ে জনপ্রতিনিধিদের প্রথম  সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। সভায়  চেয়ারম্যান জেলার সার্বিক উন্নয়নে সবার সর্বাত্মক সহায়তা চান। উল্লেখ্য, ২৮ ডিসেম্বর  ভোলা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আবদুল মমিন টুলু  নির্বাচিত হন। বিজয়ী সদস্যরা  হলেন- দোস্ত  মাহমুদ, নজরুল  ইসলাম গোলদার, মো. ইউসুফ, মো. আনোয়ার হোসেন,  মো. জাকির হোসেন তালুকদার, নুরুল  আমিন নীরব, নাসিম হাওলাদার, মনিরুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, নুরুল ইসলাম ভিপি, মো. সাহাবুদ্দিন, আহাম্মদ উল্লাহ, মো. খায়রুল হাসান খোকন, মো. আব্দুর রব মিয়া ও একেএম শাজাহান। এ ছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ীরা হলেন- ১ নম্বর  আসনে অধ্যক্ষ সাফিয়া খাতুন, ২ নম্বর  আসনে ফারজানা হক নেভিন, ৩ নম্বর আসনে সাবিনা ইসলাম, ৪ নম্বর আসনে দিলারা বেগম ও ৫ নম্বর আসনে কামরুন নাহার। রাইজিংবিডি/ভোলা/২৫ জানুয়ারি ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/রিশিত