সারা বাংলা

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার উলুকান্দি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার জগন্নাতপুরের মোস্তাহিদুল হকের স্ত্রী জরিফা খাতুন (২৭), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গুড়াগান্ধা গ্রামের মাইক্রোবাস চালক আল-আমিন (২৮), মাইক্রোবাসের আরোহী বাইজিদ আলী (৩৫), গৌতম কুমার (২৮) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। আহতরা হলেন শুভ (২৭), মোস্তাহিদুল হক (৪০), ফারুক মিয়া (৩০), সিজু মিয়া (২৮), তাসকিন আক্তার (২৮), চাঁদনী আক্তার (১৮), ফাহাদ মিয়া (১০) ও মোমেন মিয়া (২৭)। হতাহতরা মাইক্রোবাসে করে সিলেটের জাফলংয়ে পিকনিকে যাচ্ছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, উলুকান্দি রেলগেট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত ও আটজন আহত হন। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

       

রাইজিংবিডি/হবিগঞ্জ/২৬ জানুয়ারি ২০১৭/মামুন চৌধুরী/উজ্জল/এএন