সারা বাংলা

অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে এক বছর কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে শেখ শাহিন নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত শাহিন শহরের নাগেরবাজার এলাকার ছত্তার শেখের ছেলে। বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার পাল বলেন, নাগেরবাজার এলাকার রনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন ও বিদ্যুৎ বিভাগ ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ওয়ার্কসপ মালিককে অবৈধ সংযোগ ব্যবহার ও চুরির অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাইজিংবিডি/বাগেরহাট/২৬ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/বকুল