সারা বাংলা

ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন প্রবাসী মোতালেবের পরিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :  চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার ছয়তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন প্রবাসী আবদুল মোতালেবের পরিবার। সম্প্রতি আবদুল মোতালেব দেশে ফিরেছেন। বৃহস্পতিবার আবদুল মোতালেব তার স্ত্রীকে নিয়ে লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে যান। বাসায় ছিলেন তার দুই সন্তান ও মা। এই অবস্থায় শুক্রবার ভোরে ওই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনের মালিক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জনৈক মোহাম্মদ সালেহ। মোহাম্মদ সালেহ বলেন, ভবনটিতে ৩৫টি ফ্ল্যাট রয়েছে। সবগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া। ভবনের ভাড়ার টাকা দিয়ে আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নে মাদ্রাসা আরেবীয়া খায়েরিয়া এতিমখানা নামের একটি এতিমখানা পরিচালনা করা হয়। যেহেতু ভবনের টাকা দিয়েই গ্রামের বাড়ির এতিমখানাটি পরিচালনা করা হয় তাই ভবনটির নামও ‘এতিমখানা ভবন’ দেওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের কেয়ারটেকার মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ভবনটি মালিকের পক্ষ থেকে তিনি দেখাশোনা, ভাড়া আদায় এবং নতুন ভাড়াটিয়াকে ভাড়া প্রদান করেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ জানুয়ারি ২০১৭/রেজাউল করিম/উজ্জল