সারা বাংলা

পাহাড়ে আদিবাসীদের কম্বল দিল আর-কিউ ফাউন্ডেশন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা পাহাড়ের কালিয়াবাড়ি আদিবাসী পুঞ্জিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল আর-কিউ ফাউন্ডেশন। কালেঙ্গা পাহাড়ের এ পুঞ্জিতে প্রায় ৬৩টি পরিবারের দেড়শতাধিক লোকের বসবাস। এরা দরিদ্র ও উন্নয়ন বঞ্চিত। শীত নিবারণে তাদের শীতবস্ত্রের অভাব প্রকট।  এ পুঞ্জির হেডম্যান বিনয় দেববর্মার সঙ্গে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দেখা হয়েছিল আর-কিউ (রাবেয়া-আব্দুল কদ্দুছ) ফাউন্ডেশনের পরিচালক মো. মামুন চৌধুরীর। সে সময় হেডম্যান বিনয় দেববর্মা জানিয়েছিলেন পুঞ্জির নানা সমস্যা ও দুর্দশার কথা। পরে আর-কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান মামুনকে  বিষয়টি অবগত করালে তিনি সায় দেন। ফাউন্ডেশনের সভার সিদ্ধান্তক্রমে পুঞ্জির বাসিন্দাদের মাঝে শুক্রবার শীতবস্ত্র হিসেবে ‘কম্বল’ বিতরণ করা হয়। জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি দল, সেখানে পৌঁছায়। পরে আদিবাসী শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করে দেয়া হয়। বিতরণ কালে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন, পুঞ্জির বাসিন্দা শ্রী পষত দেববর্মা, ছবিচরণ দেববর্মা, ইরং দেববর্মা, ধমে চন্দ্র দেববর্মা, শশি কুমার দেববর্মা, মনেশ দেববর্মা, মোহন দেববর্মা, হেডম্যান বিনয় দেববর্মা ও নরেশ দেববর্মা। আলোচনা শেষে উপস্থিতিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এসব শীতবস্ত্র পেয়ে পুঞ্জির বাসিন্দারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামীতেও  এধারা অব্যাহত থাকবে। বিতরণকালে ফাউন্ডেশনের প্রতিনিধি দলে ছিলেন মো. মামুন চৌধুরী, সমাজসেবক সিরাজ মিয়া, শিক্ষক রবিউল আলম, শিক্ষার্থী সোহাগ মিয়া, হৃদয় মিয়া প্রমুখ।

   

রাইজিংবিডি/হবিগঞ্জ/২৮ জানুয়ারি ২০১৭/মামুন চৌধুরী/টিপু