সারা বাংলা

উখিয়ায় শত বছরের প্রাচীন বৌদ্ধবিহারে আগুন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় শত বছরের প্রাচীন পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধবিহারে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার রাত ৮টায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় প্রাচীন এ বৌদ্ধবিহার। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৌদ্ধবিহারের পুরোহিত জ্যোতি মিত্র ভিক্ষু বলেন, নিমন্ত্রণের কারণে ভিক্ষু ও সেবায়েতকারী শ্রামনরা বৌদ্ধবিহারের বাইরে ছিলেন। তাই বৌদ্ধবিহার তালাবদ্ধ করে রাখা হয়। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে বৌদ্ধবিহারে গিয়ে দেখি আগুন জ্বলছে। আর স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। বৌদ্ধবিহারে প্রায় ৫০টির অধিক ছোট-বড় মূর্তি রয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, কক্সবাজার থেকে উখিয়ার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। তারপরও কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বৌদ্ধবিহারের আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। তবে বৌদ্ধবিহারে মোমবাতির আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের ওই উপ-সহকারী পরিচালক। রাইজিংবিডি/কক্সবাজার/২৮ জানুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত/মুশফিক