সারা বাংলা

হবিগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার শপথ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আলিফ সোবহান চৌধুরী কলেজে এক সভায় মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নেওয়া হয় । সোমবার দুপুরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলিফ সোবহান চৌধুরী কলেজের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী  এই সভাটি অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী নানা স্লোগানের মাধ্যমে অনুষ্ঠিত সভায় শিক্ষক, শিক্ষার্থী, অতিথিসহ উপস্থিত সবাই ‘মাদক মুক্ত সমাজ গড়ার’ শপথ নেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-সিলেট জেলা মহিলা আসনের এমপি কলেজ গভার্নিং বডি’র সভাপতি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অপারেশসন ও গোয়েন্দা) এনডিসি পরিচালক ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র এএসপি রাসেলুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফজলুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল। এ ছাড়া বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক আঃ হাই ভূইয়া, এম শামসুদ্দিন, শিক্ষক সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী বাবুল প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, ‘মাদক সমাজকে ধ্বংস করে দেয়। মাদক মুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। আসুন মাদকমুক্ত সমাজ উপহার দিতে আমরা সবাই একযোগে কাজ করি।’ সভায় বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী, শিক্ষক, সমাজের নানাস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। এমপি কেয়া চৌধুরীর আহবানে মাদক বিরোধী এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।

 

রাইজিংবিডি/ হবিগঞ্জ/৩০ জানুয়ারি ২০১৭/মামুন চৌধুরী/টিপু