সারা বাংলা

চট্টগ্রামে হেরোইন বিক্রেতার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে হেরোইন বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর মঙ্গলবার দুপুরে আসামি মোহাম্মদ হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে তাকে আরো এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। কারাদণ্ড পাওয়া আসামি মোহাম্মদ হারুন পলাতক। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মাস্টারপুল খেজুরতলা এলাকার শামসু কলোনিতে হারুনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় হেরোইন বিক্রেতা হারুন পালিয়ে গেলে তাকে আর গ্রেপ্তার করা যায়নি। তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।  রাইজিংবিডি/চট্টগ্রাম/৩১ জানুয়ারি ২০১৭/রেজাউল/বকুল