সারা বাংলা

চট্টগ্রাম কাস্টমসের ২ কর্মকর্তাসহ তিনজন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দর থেকে পণ্য খালাসকালে ঘুষ লেনদেনে জড়িত থাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ও এক সিপাহিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তরা হলেন- কাস্টমসের সেকশন-৭ (এ) এর সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মনির আহম্মদ, সেকশন-২ এর এআরও উত্তম কুমার এবং সিপাহি মো. নুরুজ্জামাল। গত সোমবার দুদকের একটি টিম কাস্টমসের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের পর মঙ্গলবার সন্ধ্যায় দাপ্তরিক আদেশে এই তিনজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বুধবার সকালে রাইজিংবিডিকে বলেন, ঘুষ লেনদেনে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এআরও মনির আহম্মদ ও উত্তম কুমার এবং সিপাহি নুরুজ্জামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

       

রাইজিংবিডি/চট্টগ্রাম/১ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/উজ্জল/এএন