সারা বাংলা

আ.লীগ নেতা অপহৃত, আটক ২

বান্দরবান প্রতিনিধি : জেলার রোয়াংছড়ি উপজেলার বাগমার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মং শৈ থুই মার্মা (৬৩) অপহৃত হয়েছেন। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতি (জেএসএস) রোয়াংছড়ি থানা কমিটির সদস্য ক্যনু প্রু মারমা ও কথিত সাংবাদিক থোয়াইচিং উ মারমাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাগমার ইউনিয়নের ভেতর পাড়ার নিজ বাসা থেকে বাথোয় মার্মাকে দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা মং শৈ থুই মার্মাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা পাড়ার লোকদের ভাত আনতে বলে, সবাইকে চলে যেতে বলে। একপর্যায়ে মং শৈ থুই মার্মাকে ৪-৫ জনের সন্ত্রাসীদল নিয়ে যায়। মং শৈ থুই রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন বলেও জানা যায়। মং শৈ থুই মার্মার ছোট বোন মাচথুই মার্মা বলেন, কি কারণে আমার ভাইকে ওরা নিয়ে গেছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না। এদিকে ঘটনার পর যৌথবাহিনীর সদস্যরা মং শৈ থুই মার্মাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে রাত থেকে অভিযান চালাচ্ছে। রাজবিলা ইউনিয়ন পরিষদের সদস্য উবাচিং মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপহরণের এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ জেএসএসকে দায়ী করেছে। এই ব্যাপারে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)ওমর আলীর সঙ্গে একাধিকবার ফোনে ফোন করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, গত বছরের ১৩ জুন রাতে জেলার একই উপজেলার জামছড়ির নিজ বাসা থেকে অপহৃত হন সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য মং পু মারমা।এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। রাইজিংবিডি/বান্দরবান/৪ ফেব্রুয়ারি ২০১৭/এস বাসু দাশ/রুহুল