সারা বাংলা

‘প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমার বিশ্বাস সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। রোববার রংপুর টাউন হলে সুজনের জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সার্চ (অনুসন্ধান) কমিটির দেওয়া নাম প্রকাশ পেলে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। এর মাধ্যমে সার্চ কমিটি নাগরিকদের আস্থায় আনতে পারলে সব দল নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে যেসব সমস্যা রয়েছে তা আরো ঘনীভূত হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশ্বাসযোগ্যতাসহ নির্বাচনের সব  মানদণ্ড পূরণ হলে নির্বাচন সবার কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সুজন সম্পাদক বলেন, দেশ বিভিন্ন সংকটের মধ্যে রয়েছে। এ সংকট থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি দীপক কুমার সাহা, সম্পাদক আকবর হোসেন, আফতাব হোসেন প্রমুখ। রাইজিংবিডি/রংপুর/৫ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/রিশিত