সারা বাংলা

নাটোরে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ধর্ষণ মামলায় এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড  ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ব্যয় বহনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ নিয়েছেন আদালত। রোববার বিকেল ৪টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে লালপুর উপজেলার ধুপইল গ্রামের সপ্তম শ্রেণির একছাত্রী ওই এলাকার নিশাত সুলতানা নামে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ত। এই সুযোগে সুলতানার ভাই মনিরুজ্জামান মনি ওই ছাত্রীর সঙ্গে প্রেমের  সম্পর্ক গড়ে তুলে। পরে বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে মনিরুজ্জামান মনি। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মনি তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ অবস্থায় ২০১০ সালের ১২ নভেম্বর মনিরুজ্জামান মনি ও তার বোন সুলতানার বিরুদ্ধে লালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা। গর্ভবতী ওই ছাত্রী ২০১১ সালের ১১ এপ্রিল ছেলে সন্তানের জন্ম দেয়। পরে মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হলে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক সুলতানাকে খালাস দিলেও মনিরুজ্জামান মনির বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেন । রাইজিংবিডি/নাটোর/৫ ফেব্রুয়ারি ২০১৭/এম এম আরিফুল ইসলাম/রুহুল