সারা বাংলা

গাইবান্ধা থেকে নিখোঁজ ৩ স্কুলছাত্র কক্সবাজারে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের চার দিন পর তিন স্কুলছাত্রকে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উখিয়া উপজেলা পাঁচ নম্বর পালংখালি ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন স্কুলছাত্র হলো সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪), একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে শামীম মিয়া (১৩) ও পার্শ্ববর্তী দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৪)। তারা স্থানীয় জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার এলাকায় তিন ছাত্র বই কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, তিন ছাত্র নিখোঁজের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় তাদের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে একটি মোবাইল ফোন থেকে নিখোঁজদের পরিবারের কাছে আশরাফুল ও মোস্তা নামে দুই ব্যক্তি বিকাশে মোটা অংকের টাকা দাবি করে। ওই বিকাশ নম্বরের সূত্র ধরে অবস্থান নির্ণয় করে উখিয়া থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধার হওয়া তিন ছাত্র উখিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাইজিংবিডি/গাইবান্ধা/৭ ফেব্রুয়ারি ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত