সারা বাংলা

ডাক্তারদের মারধর : কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বন্ধ

কালীগঞ্জ সংবাদদাতা : চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসককে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে ডাক্তাররা চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে বাবুল মিয়াকে (৪৫) হার্টের সমস্যা জনিত কারণে স্বজনরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা খারাপ দেখে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু রোগীর স্বজনরা রোগীকে ইনজেকশন দিতে বলেন। কিন্তু ইনজেকশন দিলে রোগীর ক্ষতি হবে বলে জানান চিকিৎসকরা।এর মধ্যে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায়  রোগীর স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কম্পিউটার ও টেবিল চেয়ার ভাঙচুর করে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন, ইনডোর চিকিৎসক আশীষ কুমার বণিক ও উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. আব্দুল মোতালিবকে মারধর করা হয়। আবাসিক মেডিক্যাল অফিসার অরূপ কুমার দাস জানান, এ ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে দোষীদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/কালীগঞ্জ/৮ ফেব্রুয়ারি ২০১৭/রফিক সরকার/উজ্জল