সারা বাংলা

ঝালকাঠিতে পুলিশের লাঠিচার্জে ১০ ছাত্র আহত

ঝালকাঠি প্রতিনিধি : চলন্ত বাস থেকে চার ছাত্রকে ফেলে দিয়ে আহত করার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুর উপজেলায় কলেজ ছাত্রদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ১০ ছাত্র আহত হয়েছে। আহতরা হলেন- শামীম, নাঈম মাহাম্মুদ, বাপ্পি, তরিকুল, ফিরোজ, হাসান, সাকিব, সোহেল, রাব্বি ও জোবায়ের। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনে রাজাপুর- ভান্ডারিয়া সড়কে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্র নাঈম মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুরে রাজাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির চার ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দেয় বাসের সুপারভাইজার ও হেলপার। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তারা। এর প্রতিবাদে বুধবার সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। লাঠিচার্জে কমপক্ষে ছয় ছাত্র আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টা থেকে আধাঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে রাজাপুর-ভান্ডারিয়া সড়কে প্রায় দেড় কিলোমিটার যানবাহন আটকে পড়ে। পরে পুলিশের লাঠিচার্জে অবরোধকারী ছাত্ররা ছত্রভঙ্গ হলে সড়কে যান চলাচল শুরু হয়। এ ব্যাপারে রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হয়নি। সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। আন্দোলনরত ছাত্ররা জানায়, ঝালকাঠি-ভান্ডারিয়া রুটের রাজাপুর ডিগ্রি কলেজের সামনে থেকে নূর-নোহা পরিবহণের একটি বাসে একাদশ শ্রেণির চার ছাত্র গালুয়া যাওয়ার উদ্দেশে ওঠে। পথিমধ্যে চালক বেপরোয়া গতিতে গাড়ি চালালে নারী যাত্রীরা প্রথমে এর প্রতিবাদ করে। কিন্তু এতে চালক ক্ষিপ্ত হয়ে বাসের গতি বাড়িয়ে দেয়। পরে বাসটি উপজেলার কৈবর্তখালী এলাকার নির্মাণাধীন কালভার্ডের কাছে  গতিরোধকের ওপর দিয়ে চলতে গিয়ে গিয়াস ও মেজবাহ নামে দুই ছাত্র মাথায় আঘাত পায়। এরপর কিছু দূর গিয়ে ওই চার ছাত্রকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে চালক ও হেলপার রাস্তায় ফেলে দেয়। এতে তারা আহত হয়। তাদের মধ্যে দুইজনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাইজিংবিডি/ঝালকাঠি/৮ ফেব্রুয়ারি ২০১৭/অলোক সাহা/বকুল