সারা বাংলা

বহু বিবাহ করা ইয়াসিনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সিরিজ বিয়ের নায়ক ইয়াসিন ব্যাপারীকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতের নির্দেশে বরগুনা জেলা কারাগার থেকে খুলনায় আনা হয়। ৪৮ বয়স বয়সী ইয়াসিনের এ পর্যন্ত ২৮টি বিয়ের সন্ধান মিলেছে। যাদের ডজনেরও অধিক সন্তান রয়েছে। তার বহু বিবাহের খবর জানার পর অধিকাংশ স্ত্রী-ই তাকে ত্যাগ করেছেন। বহুল আলোচিত এই ইয়াসিন খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা ফেরীঘাট সংলগ্ন মৃত মঈন উদ্দিন ব্যাপারীর ছেলে। আদালত সূত্রে জানা গেছে, যৌতুক দাবির ঘটনায় ২৫ তম স্ত্রী শিউলী আক্তার তানিয়া ইয়াসিন ব্যাপারীর বিরুদ্ধে খুলনার আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতের নির্দেশে বুধবার রাতে তাকে বরগুনা জেলা কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়। আজ তাকে খুলনার চিফ জুডিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালতের বিচারক মঞ্জুরুল আলম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট বিধান ঘোষ। জানা গেছে,  ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি এক লাখ এক টাকা দেনমোহরে ইয়াসিনের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। এরপর তাদের সংসারে একটি কন্যা সন্তান হয়। গত বছরের ২৪ সেপ্টেম্বর ইয়াসিন তানিয়ার পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে। এরপরই ২৯ সেপ্টেম্বর তানিয়া বাদী হয়ে খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই দিনই ইয়াসিনের নামে সমন জারি করেন। এরপর ৩০ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। গত ২২ জানুয়ারি বরগুনার আমতলা থানা পুলিশ ইয়াসিনকে গ্রেপ্তার করে। রাইজিংবিডি/খুলনা/৯ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল