সারা বাংলা

টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে মায়েদের সম্মানে ভিন্নভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। মঙ্গলবার সকালে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উদ্যোগে মাঠ প্রাঙ্গণে মায়েদের পা ধুয়ে ভালবাসার প্রকাশ ঘটানো হয়। এতে শতাধিক মা ও তাদের ৩ থেকে ৬ বছরের সন্তান অংশগ্রহণ করে। শুরুতে মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয়। হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জানান, বিশেষ দিনে শিশুদের নৈতিক শিক্ষাদানে মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালবাসা দিবস পালনের আয়োজন করা হয়েছে। শিশুরা যেন ছোটবেলা থেকেই শিখতে পারে মায়েদের সবসময় সেবা করতে হবে।

   

রাইজিংবিডি/টাঙ্গাইল/১৪ ফেব্রুয়ারি ২০১৭/শাহরিয়ার সিফাত/রিশিত