সারা বাংলা

ভাষাশহীদ সালামের নামে বিদ্যালয়ের নামকরণ

ফেনী প্রতিনিধি : ভাষাশহীদ আবদুস সালামের নামে নামকরণ করা হয়েছে তার গ্রামে অবস্থিত লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টির পূর্বের নাম পরিবর্তন করে নতুন নামের ফলক উম্মোচন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, দাগনভূঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম, ভাষাশহীদ সালামের ছোট ভাই আবদুল করিম প্রমুখ। প্রসঙ্গত, ভাষাশহীদ আবদুস সালামের জন্মস্থান দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের নাম ২০০৮ সালে সরকারিভাবে পরিবর্তন করে রাখা হয় ভাষাশহীদ সালামনগর। এরপর ভাষা শহীদ আবদুল সালামের বাড়ির অদূরে শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণ করা হয়। জাদুঘর তৈরির সময় সেখানে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হলেও ২০১৫ সালের ১০ জানুয়ারি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। রাইজিংবিডি/ফেনী/১৪ ফেব্রুয়ারি ২০১৭/সৌরভ পাটোয়ারী/রিশিত