সারা বাংলা

খুলনায় বিএনপির নতুন কমিটির সভাপতির বাসায় হামলা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি এস এম শফিকুল আলম মনার বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা মিছিল সহকারে এসে এ হামলা চালায়। এ সময় ৪/৫টি মোটর সাইকেল এবং ১৪/১৫টি চেয়ার ভাঙচুর করা হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  শফিকুল আলম মনা হামলার বিষয়টি স্বীকার করেছেন। এর আগে মঙ্গলবার সকালে নতুন কমিটির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের অপসারণ দাবিতে দলের ক্ষুব্ধ অংশ দলীয় কার্যালয় তালাবদ্ধ করে বিক্ষোভ এবং নতুন সাধারণ সম্পাদকের কুশপুতুল দাহ করে। রাতের এ হামলার সঙ্গে ক্ষুব্ধ অংশের যোগসাজস রয়েছে বলে দলের সূত্র দাবি করেছে।   এস এম শফিকুল আলম মনাকে সভাপতি এবং আমীর এজাজ খানকে সাধারণ সম্পাদক করে সোমবার কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।  নবগঠিত কমিটির সভাপতি এস এম শফিকুল আলম মনা জানান, রাতে তিনি বাসার দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। সাড়ে ৮টার দিকে কয়েকজন লোক এসে বাসার নিচে থাকা ৪/৫টি মোটরসাইকেল এবং কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে।  ঘটনার পরই দ্রুত তারা পালিয়ে যায়। তবে কারা কি কারণে এ হামলা চালিয়েছে সেটি তিনি বলতে পারেননি।

   

রাইজিংবিডি/খুলনা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত