সারা বাংলা

স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জস্থ মাজগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর রেল চলাচল স্বাভাবিক হয়। সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বগিটি লাইনচ্যুত হয়। পরে কুলাউড়া থেকে উদ্ধাকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করে। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তিনি জানান, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেট স্টেশনে ঢাকাগামী পারাবত ট্রেনটি আটকা পড়েছিল। যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর পারাবত ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রাইজিংবিডি/সিলেট/১৬ ফেব্রুয়ারি ২০১৭/কামাল/রুহুল