সারা বাংলা

শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু অ্যাজাক্স জুট মিলের

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার অ্যাজাক্স জুট মিলস্ লিমিটেডের সকল শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের চূড়ান্ত বিলের সম্পূর্ণ টাকা পরিশোধ করা শুরু করেছে মিলটির নতুন ব্যবস্থাপনা পরিষদ। বৃহস্পতিবার দিনভর মিলের প্রশাসনিক ভবনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের হাতে চূড়ান্ত বিলের অনুকূলে চেক তুলে দেন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন নিউ বসুন্ধরা রিয়েল অ্যাস্টেট লিমিটেডের পরিচালক (উন্নয়ন) অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, নির্বাহী কর্মকর্তা ইসমাইল মৃধা, সাবিল গ্রুপের পরিচালক আব্দুল হান্নান তালুকদার, নিউ বসুন্ধরা রিয়েল অ্যাস্টেট লিমিটেডের উপদেষ্টা ও সাবিল গ্রুপের পরিচালক মাওলানা মো. মুজ্জাম্মিল হক, সাবিল গ্রুপের পরিচালক (প্রশাসন) শাহনুর রহমান শামীম, পরিচালক (অর্থ) আব্দুল্লাহীল মাহমুদ, অ্যাজাক্স জুট মিলের মহা ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) আব্দুল আলিম, বেসরকারি পাট ও বস্ত্র কল শ্রমিক ফেডারেশনের মহাসচিব মো. জাহাঙ্গীর আলম সবুজ, শ্রমিক নেতা শেখ আমজাদ হোসেন, মো. সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ তৈয়বুর রহমান প্রমুখ। এদিকে বকেয়া বেতন পরিশোধ করায় শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। নুতন আশায় বুক বাধছেন তারা। আবার উৎপাদনে যাবে মিলটি। আর মিলে কাজ করে সংসার চলবে তাদের। মিলের শ্রমিক শাহ আলম জানান, যখন ২০১৪ সালে মিলটি বন্ধ হয়েছিল। তখন নিজেদের ন্যায্য পাওনা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু নতুন মালিক মিলটি নেওয়ার পর বকেয়া পেয়ে তিনি আশার মুখ দেখছেন। উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সরকারি-বেসরকারি মিলে চারবার মিলটির মালিকানা হস্তান্তর হয়। কিন্তু শ্রমিকরা ন্যায্য পাওনা বুঝে পায়নি। ক্রমাগত লোকসান ও বিপুল অংকের দেনার দায়ে ২০১৪ সালের ২১ মে বন্ধ হয়ে যায় মিলটি। এতে দুই সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়ে। এর মধ্যে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর সাবিল গ্রুপ মিলটির দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ২০১৬ সালের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠানটি মিলের দায়িত্ব বুঝে নেয়। রাইজিংবিডি/খুলনা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল