সারা বাংলা

হরিণের মাংসসহ ১ ব্যক্তি আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে হরিণের মাংসসহ আব্দুর ছত্তার ওরফে তায়েব আলী (৫৫) নামের এক মাংস বিক্রেতাকে পুলিশ আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চিতলী বৈটপুর বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আটককৃত আব্দুর ছত্তার সাতক্ষীরার আশাসুনী উপজেলার একসরা গ্রামের মনিরউদ্দিন ছানার ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইউনুচ আলী বলেন, হরিণের মাংসসহ আটক আব্দুর ছত্তারের বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে গোয়েন্দা পুলিশের এসআই গাজী ইকবাল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মাংস আদালতের নির্দেশ নষ্ট করে ফেলা হয়েছে। একটি বিশ্বস্ত সূত্র জানান, বাগেরহাট শহরে এক ব্যক্তি কাছে ৪১ কেজি হরিণের মাংস বিক্রির চুক্তিতে মাংস নিয়ে আসেনে আব্দুস ছত্তার। আব্দুস ছত্তার আটকের পর মাংসের হিসাব পাওয়া যাচ্ছে ১৩ কেজি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি। রাইজিংবিডি/বাগেরহাট/১৯ ফেব্রুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/বকুল