সারা বাংলা

‘শেখ হাসিনা চান অন্যদেশকে ভিক্ষা দিতে’

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্যদেশের ভিক্ষা দেওয়ার মতো উন্নতদেশ হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোরাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। আর ২০৪১ সালে দেশ উন্নতদেশে পরিণত হবে। জাতির জনকের কন্যা চান- এ দেশ থেকে অন্যদেশকে ভিক্ষা দিতে।’ বিএনপি অন্যদেশ থেকে ভিক্ষা নিতে চায় বলে মন্তব্য করেন তিনি।  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্ত্বরে রোববার দুপুরে যত্ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, অতিদরিদ্র অন্তঃসত্ত্বা নারী ও পাঁচ বছরের কম বয়সী শিশু ও তাদের মায়ের স্বাস্থ্য রক্ষায় বিশ্ব ব্যাংকের সহায়তায় ২ হাজার ৩৭৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হবে। প্রকল্পের সুবিধাভোগী মা অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় চারবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮০০ টাকা পাবেন। ০-২৪ মাস বয়সী শিশু প্রতিমাসে ওজন এবং উচ্চতা পরিমাপের জন্য ৩ মাসে ১৫০০ টাকা পাবে। ২-৫ বছর বয়সী শিশু ওজন ও উচ্চতা পরিমাপের জন্য প্রতি ৩ মাসে একবার অংশ নেওয়ার জন্য ১০০০ টাকা পাবে। অন্তঃসত্ত্বা নারী এবং ০-৫ বছর বয়সী শিশুর মা শিশু পুষ্টি এবং মনোদৈহিক বিকাশ সংক্রান্ত শিক্ষামূলক সেশনে অংশ নেওয়ার জন্য ৩ মাসে ১৫০০ টাকা পাবেন।  এ সময় তিনি এ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ইলেক্ট্রনিক্স পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার ৪৩ উপজেলার ৪৪৩টি ইউনিয়নের ৬ লক্ষাধিক মা ও শিশু এ সুবিধা পাবেন। বিশ্বব্যাংক এ কর্মসূচিতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে। এতে ১০ লাখের বেশি শিশু উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিকেক্টর মি. চিমিয়াও ফান, স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রমুখ। পরে মন্ত্রী ভুরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নে ইউএনডিপির সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্বপ্ন প্রকল্পের স্বপ্নকর্মীদের মাঝে শেলাই মেশিন বিতরণ, সড়ক নির্মাণ ও বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। রাইজিংবিডি/কুড়িগ্রাম/১৯ ফেব্রুয়ারি ২০১৭/বাদশাহ সৈকত/বকুল