সারা বাংলা

গাজীপুরে ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ডাকাতি মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল শামা (২৮) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাঁঠালবাড়ি ভোগড়াবাজার গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ নভেম্বর রাতে জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের আবদুস সোবহানের বাড়িতে হানা দেয় রুবেল শামাসহ ৯ সদস্যের ডাকাত দল। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ওই ঘরে গৃহকর্তার ভাতিজা মোস্তফা কামাল ঘুমিয়েছিল। দরজা ভাঙার শব্দ পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে হতে থাকলে  ডাকাতরা মোস্তফার গলায় ছুরি ধরে জিম্মি করে। এ সময় মোস্তফার পাশে থাকা ছেলে চিৎকার দিলে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট আওয়াজে মোস্তফা কামাল (৩৮) হার্ট অ্যাটাকে মারা যান। ডাকাতদের হামলায় বাদীর বড় ভাই সিদ্দিকুর রহমান আহত হন। এ ঘটনায় নিহতের চাচা সোবহান বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে শামাসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রুবেল শামাকে দোষী সাব্যস্ত করে ওই রায় দেন এবং বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করেন। রাইজিংবিডি/গাজীপুর/১৯ ফেব্রুয়ারি ২০১৭/হাসমত আলী/রিশিত