সারা বাংলা

মেয়ের বাল্যবিবাহের অভিযোগ নাকচ করলেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, সদ্য বিবাহিত তার দুই কন্যার প্রত্যেকের বয়স ১৮ বছরের ওপরে। ময়মনসিংহ শহরের একটি হোটেলে রোববার সন্ধ্যায় সালাহউদ্দিন আহম্মেদ সংবাদ সম্মেলন করেন। এ সময় কন্যাদের বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ নাকচ করে দেন তিনি। গত শুক্রবার দুই কন্যার একসঙ্গে বিয়ে দেন জাতীয় পার্টির এ নেতা। তার ছোট মেয়ে আফসানা মীম প্রিয়ন্তীর বয়স ১৮ বছরের নিচে অর্থাৎ এটি বাল্যবিবাহ বলে গণমাধ্যমে আলোচনা হয়।    এ-সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল এ চক্রান্ত করছে।’ তিনি জানান, তার বড় মেয়ে মাসকুরা মীম পায়েলের বয়স ২০ বছর ৬ মাস এবং ছোট মেয়ে আফসানা মীম প্রিয়ন্তীর বয়স ১৯ বছর ১৮ দিন। কাজেই বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি আরো জানান, মেয়ের বিয়েতে তিনি সাড়ে তিন হাজার লোককে দাওয়াত করেন। কিন্তু অতিথি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সরকারি কোষাগারে টাকা দেননি। তবে তিনি সেই টাকা পরিশোধ করবেন। রাইজিংবিডি/ময়মনসিংহ/১৯ ফেব্রুয়ারি ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল/এএন